ঢাকা      বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়ার জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

IMG
20 March 2023, 7:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর কদমতলী থানা এলাকায় বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়ার জেরে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২০ মার্চ) বিকেলে কদমতলীর নামা শ্যামপুর মসজিদ রোড এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মোছা. সাজিদা নূরের (১৪) গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। বর্তমানে নামা শ্যামপুরের মসজিদ রোড এলাকার নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকে। সাজিদারা দুই ভাই-বোন। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা মো. সালাউদ্দিন জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। আজ সাজিদার স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে বয়ফ্রেন্ড রোহানের সঙ্গে তার ঝগড়া হয়। বিষয়টি কাউকে না জানিয়ে বাসায় ফিরে নিজ রুমে গিয়ে সে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকিতে দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন