ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ওই নারী কী করছিলেন?: বুবলীর প্রশ্ন

IMG
20 March 2023, 8:16 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চলচিত্রাঙ্গনে কয়েক দিন ধরেই আলোচনা চলছে অভিনেতা শাকিব খানকে নিয়ে। রহমত উল্লাহ নামের এক প্রযোজকের লিখিত অভিযোগ ঘিরে টালমাটাল ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক। মিথ্যা আশ্বাস, প্রতারণাসহ নানা অভিযোগের মধ্যে একটি ছিল অস্ট্রেলিয়ায় এক নারী সহ-প্রযোজককে শাকিবের ধর্ষণ। এবার এই ইস্যুতেই শাকিব খানের পক্ষে কথা বললেন শাকিব খানের বর্তমান স্ত্রী অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বুবলী লিখেছেন, কয়েক বছর ধরেই একটি চক্র শাকিব খানকে নিয়ে নানান ষড়যন্ত্র করছেন।

বুবলী লিখেছেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে’

এই অভিনেত্রী আরও বলেন, ‘অনেক বছর আগের “অপারেশন অগ্নিপথ” নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিল উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু-পক্ষের কথা তখন কেন শোনা হলো না?’

দীর্ঘ ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘২০১৬ সালের অস্ট্রেলিয়ায় “অপারেশন অগ্নিপথ”-শুটিংয়ের পরে ২০১৮ সালে শাকিব খান তার “সুপার হিরো” নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিন অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে দোষী থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ার পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতি দিতেন না। শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

বুবলীর কথায়, ‘তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক ব্যয়বহুল হতো! মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কী করছিলেন? কী তার বা তাদের উদ্দেশ্য ছিল?’

বুবলী আরও লিখেছেন, ‘এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে! যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে। কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভান্ডার কেন? কী চাচ্ছে? শিডিউল? মুভি শেষ করে দেয়া? আমার জানা মতে, শাকিব খান অনেক বার “অপারেশন অগ্নিপথ”-এর শিডিউল দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি।’

বুবলী আরও লিখেছেন, ‘এখনও যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দিবেন, কারণ সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা না হলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। কারণ একজন সফল শিল্পী একদিনে তৈরি হয় না।’

শাকিব খানের নামে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে বুবলী লিখেছেন, ‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিব খানকে নিয়ে উঠে পড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়। মনে রাখবেন একজন রাজা সবসময় রাজা-ই থাকে, একজন সুপারস্টার সবসময় সুপারস্টার-ই থাকে।’

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন