ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাম্মেল হক। রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের যুগ্মসচিব মোকাম্মেলকে প্রেষণে নিয়োগ দিয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটির মহাপরিচালক করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশ বলা হয়েছে।
উল্লেখ্য, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একজন চেয়ারম্যান, দুইজন কমিশনার, একজন সচিব ও আটজন মহাপরিচালক আছেন।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com