এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বছর খানেক আগে ‘কনজ়ারভেটরশিপ’ থেকে ছাড়া পেয়েছেন হলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আমান্ডা বাইন্স। তার এক বছরের মাথায় ফের চোখ কপালে ওঠা এক ঘটনার জন্ম দিলেন তিনি। লস অ্যা়ঞ্জেলেসের রাস্তায় নগ্ন হয়ে ঘুরছিলেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
লস অ্যা়ঞ্জেলেসের রাস্তায় বিবস্ত্র হয়ে ঘুরছিলেন আমান্ডা। হুঁশ ফিরতেই রাস্তায় একটা গাড়িকে দাঁড় করান তিনি। এরপর ওই গাড়িচালকের থেকে মোবাইল নিয়ে ফোন করেন ৯১১ নম্বরে। সেখান থেকে কাছাকাছি এক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তাকে। পরে পুলিশ স্টেশন থেকে মনোরোগের হাসপাতালে পাঠানো হয় আমেরিকান অভিনেত্রীকে। জানা গেছে, ৭২ ঘণ্টা ওই হাসপাতালে থাকতে হবে তাকে।
বাইপোলার ডিসঅর্ডারের রোগী আমান্ডা। এদিকে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ নেই তার। গত কয়েক দিন ধরে নিয়মিত ওষুধ খাচ্ছিলেন না তিনি। তাতেই ঘটেছে এ বিপত্তি। আপাতত চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলেসের একটি মানসিক হাসপাতালে রয়েছে আমান্ডা।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com