ঢাকা      রবিবার, ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

IMG
21 March 2023, 8:00 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তথ্য কমিশনের নতুন কমিশনার হয়েছেন সাবেক সচিব ড. আবদুল মালেক। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী- রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আবদুল মালেক বর্তমানে তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মালেক ইতোপূর্বে তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন