ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিসে এমন একজনের অপেক্ষায় আমরা আছি যার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া যায়।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর শাহবাগে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসের অন্যতম ভালো জায়গায় অবস্থান করবে। গণমাধ্যম টেনিসের সাথে থাকলে শুধু ঢাকা নয়; উপজেলা পর্যায়েও টেনিস খেলা পৌঁছে যাবে।
আগে জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়দের নাম মানুষ জানতো উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে সে অবস্থান তৈরি করতে হবে। আমরা টেনিসের এমন একজনের সন্ধানে আছি; যিনি টেনিসের মাধ্যমে বাংলাদেশকে সমস্ত পৃথিবীতে পরিচয় করে দেবেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা ক্রীড়ামোদী ও খেলোয়াড় ছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তার সার্বিক ব্যবস্থাপনায় টেনিস ফেডারেশন সুন্দর রূপ পেয়েছে। শুধু টেনিস নয়; প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত ক্রীড়াঙ্গন আলোকিত হচ্ছে। ক্রীড়ার প্রতিটি ইভেন্টে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে।
প্রতিমন্ত্রী খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো. মোতাহার হোসেন সাজু, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com