ঢাকা      বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

লালমোহন ও তজুমদ্দিনে ৩৪৩ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর 

IMG
22 March 2023, 8:22 PM

ভোলা, বাংলাদেশ গ্লোবাল: ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ৩৪৩টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ন্যায় ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ৩৪৩টি অসহায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্প-২-এর চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে এসব গৃহ ও জমির প্রতীকী চাবি এবং দলিল হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেয়ায় নিজ নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এমপি শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন