ঢাকা      বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

লোকসানের পরিমাণ প্রকাশ করল চেলসি

IMG
29 March 2023, 11:52 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সম্প্রতি নিজেদের লোকসানের পরিমাণ প্রকাশ করেছে লন্ডনের ফুটবল ক্লাব চেলসি। গত মৌসুমে ১২১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে তাদের। বাংলাদেশি টাকায় যা দেড় হাজার কোটির বেশি।

চেলসির হাজার কোটি টাকার এই লোকসানের পেছনে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তৎকালীন মালিক রোমান আব্রামোভিচ ছিলেন রুশ ব্যবসায়ী। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে ইংল্যান্ডে প্রবেশ ও ব্যবসা নিয়ে তোপের মুখে পড়তে হয় তাকে।

ম্যাচ টিকিট বিক্রি, ইভেন্ট বুকিং, কমার্শিয়াল স্পন্সরশিপ চুক্তির ওপর নিষেধাজ্ঞার মুখে পড়ে চেলসি। সরকারি বিধিনিষেধের কারণে অপারেশনাল ব্যয়ও কমিয়ে দেয়া হয়। পরে ক্লাবের মালিকানা ছেড়ে দিতে বাধ্য হন আব্রামোভিচ।

অথচ এর আগের বছরই বেশ লাভ করেছিল চেলসি। টার্নওভার ফিগার ৪৩৪ দশমিক ৯ থেকে ৪৮১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছিল। কর্মাশিয়াল রেভিনিউ বেড়েছিল ১৭৭ দশমিক ১ মিলিয়ন পাউন্ড। করোনা মহামারির পর অধিক সংখ্যক ম্যাচ ও কর্মাশিয়াল রেভিনিউয়ের কারণেই ব্লুদের অ্যাকাউন্টে জমা পড়েছিল বিপুল অর্থ। তবে আব্রামোভিচের পতনের কারণে ২০২১-২২ মৌসুমে তাদের অ্যাকাউন্টই খালি হতে থাকে।

আমেরিকান ব্যবসায়ী টড বোয়েহলি ও ইনভেস্টমেন্ট ফার্ম ক্লিয়ারলেক ক্যাপিটাল চেলসির মালিকানা নিলে শান্ত হতে থাকে পরিস্থিতি। গেল দুই মৌসুমে খেলোয়াড় বদলে ৬০০ মিলিয়ন ইউরো খরচ করেছে তারা।

যদিও নতুন মালিকানায় এ মৌসুমে আশানুরূপ পারফর্ম করতে পারেনি চেলসি। ইপিএল পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১০ নম্বরে। ফলে চ্যাম্পিয়ন্স লিগই এখন শেষ ভরসা ব্লুদের।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন