ঢাকা      বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

সরকারের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য: বাণিজ্যমন্ত্রী

IMG
31 March 2023, 11:25 PM

রংপুর, বাংলাদেশ গ্লোবাল: রমজানে সরকারের বেঁধে দেয়া দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার রংপুরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কমেছে। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য। এছাড়া কৃষকদের জন্য পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভারত থেকে আমদানি কমিয়ে আনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অন্য বছরের তুলনায় এবছর রমজানে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

আর ভুটান সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্যে সড়ক যোগাযোগ নিয়ে চুক্তি হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এমএফ

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন