ঢাকা      শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

হিন্দু নারীদের অধিকার নিয়ে হাইকোর্টের রুল

IMG
14 May 2023, 9:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হিন্দু বিবাহ আইনে যে সব অসঙ্গতি আছে তা কেন সংশোধন করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

হিন্দু বিবাহ আইনে নারীদের ডিভোর্সের অধিকার, সম্পত্তিতে অধিকার কেন দেয়া হবে না, হিন্দু বিবাহ আইন বিয়ে রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না এসব বিষয়ে জানতে চান হাইকোর্ট।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন, অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রসহ বেশ কয়েকটি সংগঠন হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিত করতে এবং হিন্দু বিবাহ আইনের অসঙ্গতি দূরীকরণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন