ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

‘ছেলে হত্যা’র বিচারের আগেই চলে গেলেন সেই দুরন্ত বিপ্লবের মা

IMG
28 May 2023, 12:39 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগ নেতা ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের রহস্যজনক মৃত্যুর পর এবার চলে গেলেন তার মা রোকেয়া আক্তার খাতুন (৭০)। শনিবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার (২৮ মে) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব।

তিনি বলেন, ‘দূরন্ত বিপ্লব আমার মায়ের প্রথম সন্তান। তাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। পাশাপাশি আমরা মৃত্যুর সঠিক তদন্তের জন্য দুই মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু কোনও সহায়তা পাচ্ছিলাম না। এই বিষয়টা নিয়েও মা অনেক কষ্ট পেতেন।’

দুরন্ত বিপ্লব প্রায় দুই যুগ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতিতে এখন আগের মতো সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে কেরানীগঞ্জের বাস্তায় সোনামাটি অ্যাগ্রো ফার্ম নামে একটি কৃষি খামার চালাচ্ছিলেন তিনি।

২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন; দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করে তার পরিবার। এরপর ১২ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এটিকে দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করে।

দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। শনিবার (২৭ মে) সংকলনটি প্রকাশ ও হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুরন্ত বিপ্লবের মা। শাশ্বতী বিপ্লব বলেন, ‘সংবাদ সম্মেলনের পরে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে বাসায় আনা হলে রাত একটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

চিকিৎসকের বরাত দিয়ে শাশ্বতী আরও বলেন, ‘শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের জাপান গার্ডেন মসজিদে নামাজে জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ছেলে দূরন্ত বিপ্লবের পাশে শায়িত হবে মা রোকেয়া আক্তার খাতুন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন