ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

পাইলট তৈরির প্রকল্প এভিয়েশন খাতে মাইলফলক: বিমান প্রতিমন্ত্রী

IMG
28 May 2023, 7:13 PM


ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পাইলটদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ পরিচ্ছন্ন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। পাইলটদের স্মার্ট হওয়া আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৮ মে) রাজধানীর একটি বেসরকারি হোটেলে ইউএস বাংলা এয়ারলাইন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের এপিক ফ্লাইট একাডেমিতে পাইলট প্রশিক্ষণে ১১ জনকে পাঠাচ্ছে ইউএস-বাংলা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউএস বাংলার পাইলট তৈরির প্রকল্প এভিয়েশন খাতে মাইলফলক হবে।’

এয়ারলাইন্স খাত মানুষের কাছে খুবই আকর্ষণীয় জানিয়ে প্রশিক্ষণ প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, পাইলটদের স্মার্টনেস; রুচি সবকিছু উন্নত হওয়ায় তাদের মর্যাদাও বেশি। অবসরে যাওয়ার পরও চারিত্রিক বা ব্যক্তি কার্যকলাপে এই প্রফেশন যেন কলুষিত না হয়, সেদিকে দায়িত্বশীল হতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগে সেফটি। সতর্কভাবে সময় নিয়ে ফ্লাইট পরিচালনা করতে হবে। এক্ষেত্রে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর যেন কোনো সমালোচনা না থাকে সেক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সবার সমন্বিত কাজের মধ্যে দিয়ে এভিয়েশন খাত এগিয়ে যাবে জানিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন খাতে উন্নয়ন আজ দৃশ্যমান। যা নিরলসভাবে করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। সারা বিশ্বে বাংলাদেশ বিস্ময়কর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এভিয়েশন খাতের উন্নয়ন এখন আন্তর্জাতিক মানের। শাহজালাল, সিলেট, শাহ আমানত, কক্সবাজার বিমানবন্দরসহ সব বিমানবন্দরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। সব বিমানবন্দরে নিরাপত্তা উন্নত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এ খাতের চিত্র দ্রুত বদলে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। বাংলাদেশে বিমানের পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাও ভালো অবস্থানে যাচ্ছে।

বিগত দশ বছরে এভিয়েশন মার্কেট দ্বিগুণ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের যাত্রী বেড়েছে বছরে ১০ শতাংশ। আগামী দশ বছরে আরও দ্বিগুণ যাত্রী বাড়বে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ইউএস বাংলার ডিরেক্টর, ফ্লাইট অপারেশনস ইলিয়াস মালিক বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল অস্বচ্ছল কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীদের দেশে পাইলট হিসেবে গড়ে তোলার। সে লক্ষ্য থেকেই প্রায় সাত হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে ২১ জনকে বাছাই করা হয়েছে। আর ফ্লোরিডায় প্রশিক্ষণ নেয়া পাইলট বিশ্বের যে কোনো রুটে ফ্লাইট অপারেট করতে পারবে, এজন্য এপিকে পাঠানো হচ্ছে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন