ঢাকা      মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আট জেলার এসপি বদলি

IMG
13 June 2023, 6:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের আট জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। একই সঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হলো- নরসিংদী, নওগাঁ, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, খুলনা ও শরীয়তপুর।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমকে বদলি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। নওগাঁর পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদকে পুলিশ সদরদপ্তরে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। এছড়া মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইয়ে ও কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে বদলি করেছে সরকার।

খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল হককে পদায়ন করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশে।

একই প্রজ্ঞাপনে মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট মেট্রোরেলের পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব দেওয়া হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন