ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করতে হবে: নৌবাহিনী প্রধান

IMG
14 June 2023, 8:07 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, এদেশের প্রান্তিক পর্যায়ে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তিনি নদীমাতৃক বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন সাঁতারু খুঁজে পাওয়া সম্ভব হবে। এডমিরাল এম শাহীন ইকবাল আজ বুধবার কুমিল্লার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে আয়োজিত ‘শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায়’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এর আগে, আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদীতে ‘শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারশন বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

ঢাকা নৌ অঞ্চল’-এর কমান্ডার ও বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিউদ্দিন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন