ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

স্যাংকশনের ভয়ে সরকারের হাঁটু কাঁপছে: মির্জা ফখরুল

IMG
14 June 2023, 8:23 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয়ে সরকারের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে চট্টগ্রামে বিএনপির তারুণ্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নতুন ভোটারদের অধিকার নিশ্চিত ও উৎসাহিত করতেই চট্টগ্রামে বিএনপির তারুণ্যের এই সমাবেশ। নগরীর কাজীর দেউড়ি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ঢল নামে নতুন প্রজন্মের। বিএনপি বলছে, গত ১৫ বছরে যে চার কোটি তরুণ ভোটার অধিকার পায়নি - তাদের অধিকার ফিরিয়ে দিতেই এ সমাবেশ।

সমাবেশের শুরু থেকে স্লোগান স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল। আশপাশের সড়ক ও অলি-গলিতে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। বিকেল তিনটায় শুরু হয় তারুণ্যের সমাবেশ। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, স্যাংশনের ভয়ে সরকারের হাটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নতুন প্রজন্মকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এসময় বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জবাব দিতে হবে।

এর আগে, সমাবেশে যোগ দিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে দুপুর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ নানা জেলা থেকে আসেন নেতাকর্মীরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন