ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঢাকার দুই সিটির ৪৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

IMG
29 June 2023, 7:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার দুই সিটিতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। দুপুর ২টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত দুই সিটির মোট ৩৬টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে।

এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাজ করছেন ১৯ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই সিটির ১৬টি ওয়ার্ডের বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগভর্তি করে রাখেন অনেকেই। দুপুরে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন দুই মেয়র। পরে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি নানাবিধ দিকনির্দেশনা দেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। নর্দমা ও যত্রতত্র বর্জ্য না ফেলে থলেতে (ব্যাগে) বর্জ্য সংরক্ষণ করে তা করপোরেশন নির্ধারিত ব্যক্তির কাছে হস্তান্তরে মেয়র ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দক্ষিণ সিটির ১৬টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়। ওয়ার্ডগুলো হলো ৯, ১০, ১৬, ২৪, ২৬, ৩০, ৩১, ৩২, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৪১, ৪৩, ৫১ ও ৫৩।

জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, উত্তর সিটির ৫৫ ভাগ এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। এখন পর্যন্ত মোট ২৮টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এদিকে ডিএসসিসি ও ডিএনসিসি জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য প্রায় ২১ হাজার কর্মী কাজ করছেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রমে সহায়তার জন্য শুক্রবারের মধ্যে পশু কোরবানির জন্য আহ্বান জানিয়েছেন দুই মেয়র।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন