ঢাকা      সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই; ইইউ প্রতিনিধিদের ফখরুল

IMG
04 July 2023, 6:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দলটি।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির চিন্তা-ভাবনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন ইস্যুতে সার্বিক বিষয় পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের যে টিম আসবে তা নিয়ে আলোচনা হয়েছে।

ফখরুল জানান, বৈঠকে বিএনপি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জানিয়েছে যে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।

এর আগে বিকেল ৩টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন