ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সরকার পতনে বিএনপির এক দফা কর্মসূচি হাস্যকর : কৃষিমন্ত্রী

IMG
15 July 2023, 3:28 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকার পতনে বিএনপির এক দফা কর্মসূচিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এক দিনে এক লাখ গাছ রোপন ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে কয়েক বছর ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছিল বিরোধীদল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। আন্দোলনের অংশ হিসেনে এবার সরকার পতনের এক দফা ঘোষণা হয় বিরোধী দলের পক্ষ থেকে। গত বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে আন্দোলনের ঘোষণা আসে।

একই দিন বিএনপির সমমনা দল ও জোটগুলোও একযোগে ‘এক দফা দাবি’ আদায়ের কর্মসূচির ঘোষণা করে। সরকারের পদত্যাগকেই চূড়ান্ত বা এক দফা দাবি হিসেবে ঘোষণা করে তারা। অর্থাৎ এখন থেকে বিএনপি ও সমমনা দলগুলো আলাদাভাবে কিন্তু একই দিনে একই কর্মসূচি পালন করবে সরকারকে পদত্যাগে বাধ্য করার উদ্দেশ্য নিয়ে।
আজ শনিবার টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এক দফা নিয়ে বলেন, একটি নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করে না। তাই বিএনপিসহ যেসব বিরোধীদল সরকারের পদত্যাগের দাবি করছে তা স্বপ্নই রয়ে যাবে।

এ সময় আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন