ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ময়মনসিংহে হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু

IMG
18 July 2023, 6:43 PM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমীন সরকার (৪০) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় পদযাত্রা কর্মসূচি চলাকালে তিনি মারা যান।

রুহুল আমীন সরকার সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল আমীন সরকার যুবদলের একজন সক্রিয় নেতা। তিনি আমাদের সঙ্গে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি চরপাড়া এলাকায় পৌঁছলে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রচণ্ড তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া অসংখ্য নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের পানি ঢেলে ও বাতাস করে সুস্থ করা হয়।

এর আগে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নগরীর নতুন বাজারের জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর সাড়ে ১২টায় এ পদযাত্রা কর্মসূচিটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন