ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বৃহস্পতিবার রাজধানীতে শোকমিছিল করবে বিএনপি

IMG
19 July 2023, 10:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচিতে ‘হামলা, গুলি ও হত্যা’র প্রতিবাদে শোকমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোকমিছিল বের হবে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে পদযাত্রা শেষে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে সকালে আব্দুল্লাহপুরে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, ছেড়ে দেয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ। আর কাউকে ছাড় দেয়া যাবে না। আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে।

সংবিধানের বাইরে এক চুল নড়ার সুযোগ নেই- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় স্থির থাকেন। কথা হলো কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান নাকি বাংলাদেশের সংবিধান। আমরা চাই অখণ্ড সংবিধান, যেটি কাটাছেঁড়া করা হয়নি, সেটির অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আপনাদের (আওয়ামী লীগ) তৈরি, খায়রুল হকের তৈরি সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না।

এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সংসদ ভেঙে দাও। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাও। যদি তা না করো তাহলে একদফায় আন্দোলন করে তোমাদের পদত্যাগে বাধ্য করা হবে।

সংবিধানের বাইরে এক চুল নড়ার সুযোগ আছে কি না, তা সময়ই বলে দেবে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের হাতে পোস্টমর্টেম হওয়া খায়রুল হকের তৈরি সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনে যাব না।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন