ঢাকা      বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
শিরোনাম

অসুস্থতার খবর দিয়ে কটাক্ষের শিকার সাবিলা নূর

IMG
14 September 2023, 6:18 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর অসুস্থ। আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন এ খবর। এরপরই এক নেটিজেনের কটাক্ষের শিকার হতে হয় তাকে।

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন সাবিলা। সেখানে দেখা গেছে, হাতে স্যালাইন। চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি দোয়া চেয়েছেন সবার। তবে কী রোগে আক্রান্ত সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এক ফেসবুক ব্যবহারকারী সাবিলার পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চিন্তা করবেন না। সুস্থ হয়ে উঠবেন। এটা ব্যাংককের প্রভাব।’ এদিকে এ ধরনের কথা শুনে মন্তব্যকারীকে ছেড়ে দেননি সাবিলা।

জবাবে তিনি লিখেছেন, আমি ২৪ আগস্ট ব্যাংকক থেকে ফিরেছি। যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন কীভাবে বলতে পারলেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ? বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পেছনে খুব খারাপ কিছু লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।’

এদিকে অভিনেত্রীর এ পোস্টে মৌমাছির মতো ভিড় করেছেন অনুরাগীরা। প্রিয় তারকার ডেঙ্গু আক্রান্তের খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সেইসঙ্গে ওই নেটিজেনকে উচিত জবাব দেওয়ায় অভিনেত্রীর প্রশংসা করেছেন তারা।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন