ঢাকা      বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
শিরোনাম

টেল এন্ডারদের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ২৬৫

IMG
15 September 2023, 7:27 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের টেল এন্ডারদের নিয়ে খুব একটা ভরসা নেই দলের। কলম্বোতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে ১৯৩ রানে ৭ উইকেট পড়ার পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু নাসুম আহমেদ দেখালেন ঝলক। উইকেটের অবস্থা বুঝে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।

শেখ মেহেদী হাসানকে নিয়ে ৮ম উইকেটে গড়লেন ৩৬ বলে ৪৫ রানের জুটি। ৪৫ বলে ৪৪ করে ফেরেন নাসুম। এরপর শেখ মেহেদী অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে নিয়েও পান জুটি। ১৬ বলে আনেন অবিচ্ছিন্ন ২৭ রান।

মেহেদী করেন ২৩ বলে ২৯। তানজিম ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৫৯ রানেই ৪ উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসানের ৮০ ও তৌহিদ হৃদয়র ৫৪ রানে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (তানজিদ ১৩, লিটন ০, বিজয় ৪, সাকিব ৮০, মিরাজ ১৩, হৃদয় , শামীম ১, নাসুম ৪৪, শেখ মেহেদী ২৯*, তানজিম ১৪* ; শামি ২/৩২, শার্দুল ৩/৬৫, প্রসিদ ১/৪৩, আকসার ১/৪৭, তিলক ০/২১ ০/২১, জাদেজা ১/৫৩)

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন