ঢাকা      বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
শিরোনাম

সুন্দর সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

IMG
16 September 2023, 7:51 PM

রংপুর, বাংলাদেশ গ্লোবাল: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের সন্তানেরা মাদকে ডুবে নষ্ট হয়ে যাক এটা কারোরই কাম্য নয়। সে কারণে আমরা মাদকমুক্ত একটি সমাজ গড়তে চাই। সুন্দর সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। এজন্য মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনী প্রতিস্থাপন করা যাচ্ছে। অনেক টাকা খরচ করে এজন্য বিদেশে যাওয়ার দরকার নেই। রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী দিনে এসবের সুফল রংপুরবাসী পাবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার সাহা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন