ঢাকা      বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
শিরোনাম

ভোক্তা অধিদফতরের অভিযানে বাড্ডায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

IMG
16 September 2023, 8:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে অভিযান জোরদার করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তর বাড্ডায় অভিযান চালিয়েছে প্রতিষ্ঠানটি। অভিযানে মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চালানো অভিযানে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অনেকদিন ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। প্রতিটি পণ্যের দাম হু হু করে বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মানুষকে। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও সুফল মিলছিল না।

এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ডিম, আলু ও পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে সরকার। সেদিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। যা সেদিন থেকেই কার্যকর হওয়ার কথা।

কিন্তু সরকারের নির্ধারণ করে দেওয়া দামে কোথাও পাওয়া যাচ্ছে না এসব পণ্য। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। এরই অংশ হিসেবে আজ উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালাতে যায় ভোক্তা অধিদফতর। অভিযানকালে উত্তর বাড্ডা কাঁচাবাজারে মূল্যতালিকা না পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, 'এখানে আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সরেজমিনে বাজারটি ঘুরে কোনো দোকানে সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি করতে দেখা যায়নি। আলু ৪৫ টাকা ও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। আগে বেশি দামে কেনায় এই দামে এসব পণ্য বিক্রি করছেন বলে ব্যবসায়ীরা জানান। এ সময় ভোক্তা অধিকার তাদের সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশনা দেন। তা না হলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘এখানকার ব্যবসায়ীরা মূলত খুচরা ব্যবসায়ী। তারা বলছেন আগের দামে কেনা তাই আলু ৪৫ টাকা দেশি পেঁয়াজ ৭০ টাকা বিক্রি করছেন। আমরা আজকে সতর্ক করে যাচ্ছি। পরবর্তীতে এসে যদি আবার সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি করতে দেখি তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গতকালও সারাদেশে ৪১টি টিমের মাধ্যমে ৫৩টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ৯০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

ঢাকা মহানগর এলাকায় তিনটি টিম রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট, মিরপুর-১ বাজার,কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ কাঁচা বাজার, যাত্রাবাড়ী ও কুতুবখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩৯টি জেলায় একযোগে অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন