ঢাকা      বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
শিরোনাম

সাভার সেনানিবাসে পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

IMG
17 September 2023, 3:54 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে সাভারে সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সেই সাথে দেশের কল্যাণমুখীসব কাজ করছে বলেও বলেন তিনি।

এসময় সেনবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন