ঢাকা      বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
শিরোনাম

বিএনপি জামায়াতের জোট সরকারের অন্ধকার অবস্থা থেকে বেরিয়ে দেশ এখন আলোর পথে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

IMG
17 September 2023, 4:41 PM

মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: ২০০১ থেকে ২০০৫ সাল সারা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিলো। সার নেই, তেল নেই, কোন উন্নত বীজ ছিলো না। সারের জন্য লাইন দাড়িয়েও সার পাওয়া যায়নি। সেই জায়গা থেকে দেশ এখন অনেক এগিয়ে গেছে। সেই দুঃশাষণ মানুষ এখন ভূলতে বসেছে।

আজ দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন জনপ্রশাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের কথা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। এখন ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা বাজেট। প্রধানমন্ত্রী দেশের সবার কথা ভাবেন। মানুষকে ভালো রাখার জন্য তিনি আপ্রান চেষ্টা করে যাচ্ছেন তা প্রধানমন্ত্রীর পদক্ষেফগুলো দেখলেই বোঝা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভপাতি অ্যাড. ইয়ারুল ইসলাম।

তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় ২০ টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন