স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহম্মদ সিরাজের দাপটে এশিয়া কাপে বিশাল জয় ভারতের। রোববার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। বলের নিরিখে ভারতের এটা সবচেয়ে বড় জয়। ২৬৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। এর আগে এই রেকর্ড ছিল ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে। ২৩১ বল বাকি থাকতে জিতেছিল টিম ইন্ডিয়া।
এদিন সেই জয়কেও ছাপিয়ে গেল। দিনটা সিরাজের। ৭ ওভার বল করে ২১ রানে ৬ উইকেট তুলে নেন হায়দরাবাদের পেসার। মোট ২১.৩ ওভারেই ম্যাচের ফয়সালা হল। তার মধ্যে ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৬.১ ওভারে বিনা উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। এশিয়া কাপ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো ভারতীয় দল। ৬ উইকেট নেন সিরাজ। ৩ উইকেট হার্দিক পাণ্ডিয়ার, ১ উইকেট নেন বুমরা। বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারতীয় বোলারদের মনোবল দ্বিগুণ বাড়াবে।
শ্রীলঙ্কার পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। সর্বোচ্চ রান কুশল মেন্ডিসের। ১৭ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন ঈশান কিষাণ এবং শুভমন গিল। এদিন ওপেন করেননি রোহিত শর্মা। পাঠান ঈশানকে। ২৩ রানে অপরাজিত ভারতের উইকেটকিপার ব্যাটার। ২৭ রানে শুভমন।
এদিন টসের পর খেলা শুরুর আগে হালকা বৃষ্টি নামে। ৪০ মিনিট দেরীতে ম্যাচ শুরু হয়। শ্রীলঙ্কার জন্য এটাই কাল হলো। উইকেটে সুইং হয়। যায় পূর্ণ ফায়দা তোলেন সিরাজ। এক ওভারে চার উইকেট তুলে নেন। হ্যাটট্রিক হাতছাড়া হলেও একাধিক রেকর্ডের মালিক তিনি। মাত্র ১৬ বলে নিজের ষষ্ঠ উইকেট তুলে নিয়ে একদিনের ক্রিকেটে যৌথভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করলেন। এশিয়া কাপে দ্বিতীয় সেরা বোলিং গড়। ভারতীয় বোলার হিসেবে এক ওভারে সর্বোচ্চ উইকেট শিকারির নজির গড়লেন।
তবে সিরাজের কৃতিত্ব খাটো না করেও শ্রীলঙ্কার জঘন্য ব্যাটিংয়ের কথা বলতেই হবে। দ্রুত তিন উইকেট হারানোর পরও অ্যাপ্রোচে কোন পরিবর্তন নেই। একদিনের ক্রিকেট খেলার মানসিকতাই নেই এই দলের। তেমনই নেই ফাইনালে খেলার যোগ্যতা। গত বছর এশিয়া কাপ জিতে গোটা বিশ্বকে অবাক করলেও, এদিন ঠিক ততটাই হতাশ করলো শ্রীলঙ্কা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com