ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়া এখনও ক্রাইসিসের বাইরে নন।’ চিকিৎসকরা বারবার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলছেন বলে জানান তিনি।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি সংগ্রাম, লড়াই করেছেন। দেশের জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া এখনও গৃহবন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলছেন।
তিনি বলেন, ‘গতকাল (রবিবার) রাতে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। আজ (সোমবার) সকালে তাকে আবার কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তারপরও তিনি এখনও ক্রাইসিসের বাইরে নন। চিকিৎসকরা বারবার বলেছেন, তার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com