ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দুদকের মামলায় তারেক রহমানের এপিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

IMG
25 September 2023, 5:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে সাক্ষীও উপস্থিত হয়। কিন্তু আসামি অপু অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৪ জুন অপুর বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদক কর্মকর্তা নুর আলম সিদ্দিকী। সেদিন সাক্ষ্যগ্রহণের আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়।

২০২২ সালের ২৩ অক্টোবর অপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২০ সালের ১ জানুয়ারি অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। অপু জেলে থাকায় তার আইনজীবী সম্পদ বিবরণী দাখিলে সময় চেয়ে আবেদন করেন। বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন ২০২১ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন