ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

খালি পেটে আমলকির রস খেলে কী হয়?

IMG
16 October 2023, 6:01 PM

লাইফস্টাইল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আমলকির রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। ডায়রিয়া, জন্ডিস এবং প্রদাহের মতো স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য এটি খাওয়া যেতে পারে। আমলকি কাঁচা খাওয়ার পাশাপাশি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। যেমন আচার, ক্যান্ডি, গুঁড়া, জুস ইত্যাদি। সাম্প্রতিক সময়ে খালি পেটে আমলকির রস খাওয়ার অভ্যাস জনপ্রিয়তা পেয়েছে এর স্বাস্থ্য উপকারিতার কারণে। আমলা ভিটামিন সি-এর একটি সমৃদ্ধ উৎস এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেকেই বিশ্বাস করেন, আমলকির রস দিয়ে দিন শুরু করলে তা পুষ্টির শোষণ বাড়ায় এবং হজমের স্বাস্থ্যকে উন্নত করে। জেনে নিন খালি পেটে আমলকির রস পানের উপকারিতা-

১. শরীরের ডিটক্সিফিকেশন
আমলকির রস দিয়ে আপনার দিন শুরু করলে তা শরীরকে ডিটক্সিফাই করার সামগ্রিক উপায়ে অবদান রাখতে পারে। খালি পেটে খাওয়া হলে, আমলকির প্রাকৃতিকভাবে ডিটক্সিফিকেশনের বৈশিষ্ট্যগুলো সবচেয়ে কার্যকর হয় বলে মনে করা হয়। এটি শরীরের হজম প্রক্রিয়া সহজ করে, যা টক্সিনকে আরও দক্ষভাবে নির্মূল করে। আমলকির উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেলের প্রভাব দূর করে আরও ডিটক্সিফিকেশনে সাহায্য করে।

২. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
আমলকির জুস শরীরের বিপাক এবং ক্ষুধার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যে কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। খালি পেটে আমলকির জুস পান করলে তা শরীরের বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়। ফলে আমাদের শরীর আরও দক্ষতার সঙ্গে ক্যালোরি পোড়াতে পারে। সেইসঙ্গে এর উচ্চ ফাইবার সামগ্রী দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখার অনুভূতি তৈরি করে, যার ফলে অতিরিক্ত খাওয়ার অভ্যাস কমে।

৩. পুষ্টি শোষণ করে
খালি পেটে আমলকির রস খাওয়ার অভ্যাস পুষ্টির ভালো শোষণে সাহায্য করে, বিশেষ করে ভিটামিন সি শোষণে এটি বিশেষ ভূমিকা রাখে। পেট খালি থাকলে পুষ্টির শোষণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কম পদার্থ থাকে, যা শরীরকে নির্দিষ্ট পুষ্টি শোষণে সাহায্য করে। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি বিভিন্ন স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্য। তাই সুস্থতার জন্য খালি পেটে আমলকির রস খেতে পারেন।

খালি পেটে আমলা রস খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

১. অ্যাসিডিটির কারণ হতে পারে
আমলকি সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়। যাদের পেট সংবেদনশীল তারা আমলকির রস খেলে অ্যাসিডিটি বা অস্বস্তি দেখা দিতে পারে। যাদের অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিসের ইতিহাস রয়েছে তাদের জন্য এটি সমস্যাযুক্ত হতে পারে। এই ধরনের ক্ষেত্রে, আপনার রুটিনে আমলকির রস যুক্ত করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

২. ঝাঁঝালো স্বাদ
আমলকির রসের তীব্র ও টক স্বাদ খালি পেটে খেলে সবার ক্ষেত্রে সমানভাবে কাজ নাও করতে পারে। আপনার কাছে এর স্বাদ খুব তীব্র মনে হলে তা সহনশীল করার পদ্ধতি আছে। আমলকির রসের সঙ্গে পানি মিশিয়ে পাতলা করে নিন। আবার এর সঙ্গে মধু মিশিয়ে স্বাদকে মিষ্টি করতে পারেন। এতে আমলকির রস আরও আকর্ষণীয় হতে পারে। এতে আপনি সহজেই এর পুষ্টিগত সুবিধাগুলো থেকে উপকৃত হতে পারবেন।

৩. রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে
রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য আমলার সম্ভাব্যতা বিবেচনা করা উচিত, বিশেষত ডায়াবেটিসযুক্ত ব্যক্তিদের দ্বারা। আমলকি একটি হাইপোগ্লাইসেমিক। এতে রক্তে শর্করা-হ্রাসকারী প্রভাব থাকতে পারে। যার মানে এটি রক্তে গ্লুকোজের মাত্রাকে প্রভাবিত করতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়েটে আমলকির রস অন্তর্ভুক্ত করার সময় রক্তে শর্করার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত, বিশেষ করে খালি পেটে। নিরাপদ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করতে, একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন