ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের আহবান প্রধানমন্ত্রীর

IMG
17 October 2023, 2:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জয়িতা টাওয়ার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে গণভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, আজকে পৃথিবীজুড়ে একটি যুদ্ধের দামামা আমরা দেখতে পাই। কিছুদিন আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এখন আবার ইসরায়েল ফিলিস্তিনের ওপর হামলা করেছে; ফিলিস্তিনের অর্ধেকের বেশি জায়গা তারা তো দখলই করে রেখেছে। এই যুদ্ধ আমরা চাই না।

প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে না, একজন প্রধানমন্ত্রী হিসেবে না, একজন মা হিসেবে বিশ্ব নেতাদের কাছে অনুরোধ করব আপনারা বন্ধ করেন এই যুদ্ধ। বন্ধ করেন এই অস্ত্রের খেলা।

তিনি বলেন, এই অস্ত্র প্রতিযোগিতা, এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের মেয়েরা, আমাদের শিশুরা-নারীরা এবং তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়।

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে, কর্মসংস্থানের সুযোগ হয়েছে; কাজেই আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

শেখ হাসিনা বলেন, আজকে আওয়ামী লীগ সরকার দেশে আছে বলে দেশে গণতন্ত্র আছে, মানুষের অধিকার নিশ্চিত আছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দেশে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন এর মাধ্যমে প্রতিটি জায়গায় আমরা নারীর অধিকার সুনিশ্চিত করতে পেরেছি।

নিজেদের অধিকার আদায় করে নেওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, শুধু আমাদের অধিকার দাও, অধিকার দাও— এভাবে বললে চলবে না, অধিকার নারীদের আদায় করে নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে দেশ উন্নয়নশীল হওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায় নিশ্চিত হয়েছে। তিনি বলেন, লুটেরা, অস্ত্র চোরাকারবারী বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তারা যেনো আর ক্ষমতায় আসতে না পারে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।

নারীরা যাতে পিছিয়ে না থাকে সেজন্য তাঁর সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে ইসলামের অজুহাত দিয়ে নারীকে ঘরে বন্দি করে রেখেছিলো।

প্রধানমন্ত্রী জানান, নৌকায় ভোট দেয়ায় নারীদের উন্নয়ন করা গেছে। দেশের সার্বিক উন্নয়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

টাওয়ার’ উদ্বোধন উপলক্ষে গণভবন কমপ্লেক্সে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্যে তিনি আরও বলেন, নারীর অধিকার আদায় করে নিতে হবে, বঙ্গবন্ধুকে সিদ্ধান্ত নিতে তাঁর মায়ের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসায় সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে নির্মাণ করা হলো অত্যাধুনিক অবকাঠামো জয়িতা টাওয়ার। মঙ্গলবার ধানমন্ডিতে নবনির্মিত এ টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়িতা টাওয়ারে থাকবে, ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন