ঢাকা      শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শিরোনাম

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

IMG
28 November 2023, 11:40 AM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইলের দেলদুয়ারে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোশাককর্মীদের নামিয়ে বাসটি মহাসড়কের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। হঠাৎ রাত সাড়ে ১১টা দিকে বাসে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা চিৎকারের শব্দ ও আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে মোবাইল করলে ১৫ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, ঢাকা মেট্রো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর থেকে সখীপুর রুটে প্রতিদিন যাতায়াত করে। বাসটি মাঝে মাঝে মির্জাপুরের গার্মেন্টসের কর্মীদেরও নিয়ে আসা যাওয়া করে থাকি।

তিনি আরও বলেন, এরই ন্যায় গতরাতেও পোশাককর্মীদের নামিয়ে নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকায়টি বাস দাঁড় করিয়ে রেখে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরে দেখি বাসের পিছনে আগুন। পরে চিৎকার করলে স্থানীয় এগিয়ে আসেন।

এ বিষয়ে দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, স্থানীয়রা সংবাদ দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাসে শুধু হেলপার ছিল সে আগুন দেখেই বের হয়ে আসায় কোন হতাহত নেই। তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন