ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ আনিছুর রহমান খানের ইন্তেকাল

IMG
19 December 2023, 4:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ আনিছুর রহমান খান আজ মঙ্গলবার ভোর সোয়া তিনটায় তাঁর ঢাকাস্থ শেওড়াপাড়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ আনিছুর রহমান খান ১৯৪৯ সালে পাবনা জেলার বেড়া থানাধীন সিংহাসন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ, নরসিংদী, বরিশাল ও নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন কর্তব্যনিষ্ঠ পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৭ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ থেকে অবসর গ্রহণ করেন।

মরহুমের জানাযা আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, মরহুমের সহকর্মীগণ, কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমকে আজ মঙ্গলবার বাদ এশা পাবনা সদরের আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক :

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ আনিছুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ মঙ্গলবার এক শোকবার্তায় বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান খান একজন দেশপ্রেমিক, পেশাদার ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতাপূর্ণ অবদান বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে স্মরণ করে। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন