ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বছরজুড়ে ইন্টারনেট ব্যবহার করেছেন ১৪১৭ মিলিয়ন মানুষ

IMG
28 December 2023, 12:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের বিভিন্ন খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে মূল ভূমিকা পালন করছে ইন্টারনেট সংযোগ। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে এ বিপুল সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করেছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বছরজুড়ে মোবাইল, আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা) ও পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক)-এর মাধ্যমে সেবা গ্রহণ করেছেন প্রায় এক হাজার ৪১৭ মিলিয়ন মানুষ (১৪৭ কোটি ৭০ লাখ মানুষ)। এর মধ্যে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সেবা গ্রহণকারী গ্রাহক সংখ্যা এক হাজার ২৮৩ মিলিয়ন (১২৮ কোটি ৩০ লাখ), আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট সেবা গ্রহণকারী গ্রাহকের সংখ্যা ১৩৩ মিলিয়ন (১৩ কোটি ৩০ লাখ)।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারি মাসে ১১২.২১ মিলিয়ন, ফেব্রুয়ারি মাসে ১১৩.১৩ মিলিয়ন, মার্চ মাসে ১১৪.০৭ মিলিয়ন, এপ্রিল মাসে ১১৪.৪০ মিলিয়ন, মে মাসে ১১৫.৫৭ মিলিয়ন, জুন মাসে ১১৭.২৫ মিলিয়ন, জুলাই মাসে ১১৮.৭৯ মিলিয়ন, আগস্ট মাসে ১১৯.৭৯ মিলিয়ন, সেপ্টেম্বর মাসে ১১৯.৭৭ মিলিয়ন, অক্টোবর মাসে ১১৯.৪১ মিলিয়ন এবং নভেম্বর মাসে ১১৮.৯৬ মিলিয়ন মানুষ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেছেন। সবমিলিয়ে এ সংখ্যা এক হাজার ২৮৩.৩৫ মিলিয়ন।

অপরদিকে, ইন্টারনেট সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা অর্থাৎ আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে জানুয়ারি মাসে ১১.৮৭ মিলিয়ন, ফেব্রুয়ারি মাসে ১১.৮৭ মিলিয়ন, মার্চ মাসে ১২.০৫ মিলিয়ন, এপ্রিল মাসে ১২.০৫ মিলিয়ন, মে মাসে ১২.০৫ মিলিয়ন, জুন মাসে ১২.১৫ মিলিয়ন, জুলাই মাসে ১২.১৫ মিলিয়ন, আগস্ট মাসে ১২.১৫ মিলিয়ন, সেপ্টেম্বর মাসে ১২.৪৯ মিলিয়ন, অক্টোবর মাসে ১২.৪৯ মিলিয়ন এবং নভেম্বর মাসে ১২.৪৯ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেছেন। সবমিলিয়ে এ সংখ্যা ১৩৩.৮১ মিলিয়ন।

এসব পরিসংখ্যানের সঙ্গে গত বছর অর্থাৎ ২০২২ সালের ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের সংখ্যা তুলনা করলে দেখা যায়, একই সময়ে (জানুয়ারি-নভেম্বর) ২০২২ সালে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ছিল এক হাজাার ২৫৬ মিলিয়ন (১২৫ কোটি ৬০ লাখ)। যা চলতি বছরের তুলনায় প্রায় ২৬.৮৭ মিলিয়ন (২ কোটি ৬৮ লাখ ৭০ হাজার) কম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন