ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কমনওয়েলথ পর্যবেক্ষকদের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের

IMG
05 January 2024, 11:42 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দলকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন দলটির নেতারা। সকাল ৮টার দিকে হোটেলে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সেখানে উপস্থিত হন দলটির অন্য নেতারা।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নেন। প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে ছিলেন।

অপরদিকে, বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন