ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় পাবে না: মহিদ উদ্দিন

IMG
09 January 2024, 12:50 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনের দিন সহিংসতা বা নাশকতা হতে পারে-এমন বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছিল। আর নির্বাচন পরবর্তী কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় পাবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন। নির্বাচনের পর সময় সংবাদকে এসব কথা বলেন তিনি।

বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। সারাদেশের মতো রাজধানীতেও ছিল একই চিত্র বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মহিদ উদ্দিন আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতেও রয়েছে নানা পরিকল্পনা। কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় পাবে না। সারাদেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ভোট।

রাজধানীর আসনগুলোতেও ঘটেনি কোনো সহিংস ঘটনা। কারণ নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছিল সব বিষয় মাথায় রেখেই-এ কথা জানিয়েডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বলেন, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কখনোই স্ট্যাটিক বিষয় নয়। মানুষ, জীবন, সম্পদ সেগুলোকে নিরাপদ রাখা। ঢাকা মহানগরে আড়াই কোটি মানুষ আছে, তারা নিরাপদে থাকবে এবং তাদের মনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না। এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল।

অতীত অভিজ্ঞতা বলছে, নির্বাচনের পরেও ঘটতে পারে নাশকতার ঘটনা। পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধেও পরিকল্পনা আছে তাদের।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, নির্বাচন নিয়ে আমরা যে নিরাপত্তা পরিকল্পনা নিয়েছিলাম, সেটা আমাদের শতভাগ কার্যকর হয়েছে। আর শতভাগ কার্যকর হয়েছে বলেই, ঢাকা শহরের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা প্রকাশ করছি না। যদি কোথাও কোনো সংবাদ পাওয়া যায়, এই ধরনের ঘটনা ঘটার আগেই, আমরা সেটা নিবারণ করতে সক্ষম হবো বলে আশা প্রকাশ করছি।

নির্বাচন পূর্ব যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক থাকার পাশাপাশি বাড়ানো হয়েছে সাইবার নজরদারিও বলে জানান তিনি।

নির্বাচনের একদিন আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতাকারীদের আগুন। কয়েকটি বগি পুড়ে ছাই, নিহত হয় চারজন। আহত অনেকেই। নির্বাচনের আগ মুহূর্তে এমন তাণ্ডব খুব স্বাভাবিকভাবেই ভয় ধরিয়ে দিয়েছিল ভোটারদের। আশঙ্কা ছিল আরও বড় ধরনের কোনো নাশকতার ঘটনার। এমন কী এরকম তথ্য ছিল গোয়েন্দাদের কাছেও। বেনাপোল এক্সপ্রেসে আগুনের পর রাজধানীসহ সারাদেশের নিরাপত্তাও জোরদার করা হয়। বিশেষ করে ভোটের দিন যেন ভোট কেন্দ্রগুলো সুরক্ষিত থাকে, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে আসতে পারেন, সেই ব্যবস্থা নেয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন