ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

খাজানগরে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন : ২টি গুদাম সিলগালা

IMG
31 January 2024, 4:12 PM

কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের বিভিন্ন চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারভ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাদ্যমন্ত্রী ঢাকা থেকে যশোর হয়ে সরাসরি কুষ্টিয়ার খাজানগরে যান এবং বিভিন্ন চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় ১৫০টন অবৈধভাবে গম মজুদ রাখায় সুবর্ণা এগ্রো ফুডের ২টা গোডাউন সিলগালা করেন জেলা প্রশাসন।

পরিদর্শনকালে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজাসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিক, আমদানীকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে যোগ দেন।

এ সময় তিনি বলেন, প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে সরকার বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার নয় মাস স্থির ছিল। করোনা অতিমারিতেও চালের দাম বাড়েনি। এখন বাড়ছে কেন মিল মালিকদের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান চালের মার্কেট কন্ট্রোল করে হাতে গোনা কয়েক জেলার ব্যবসায়ীরা। আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। মিল মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিবেক জাগ্রত করুন। বেপরোয়া না হয়ে মানব সেবার ব্রত নিয়ে কাজ করুন।

তিনি বলেন,কৃষক ধানের দাম বেশি পেলে খুশি হতাম। এখন বেশি দামে ধান বিক্রি হলেও কৃষকের লাভ হচ্ছেনা।সুবিধা নিচ্ছে মজুতদাররা।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, চালের বস্তায় মিলগেটে চালের দাম কত তা লিখতে হবে। সাথে থাকতে হবে উৎপাদনের তারিখও।নতুন আইন করা হয়েছে। দ্রুত কার্যকর হবে।এ আইন কার্যকর হলে মিনিকেট নামের কোন ধান চাল থাকবেনা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য সচিব বলেন,চালের দাম নিয়ে আমরা সজাগ আছি।কোন ব্যক্তি বা গোষ্ঠী কারসাজি করতে চাইলে সরকার আইন মোতাবেক কাজ করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন