ঢাকা      বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সরকার বদ্ধ পরিকর: স্পিকার

IMG
31 January 2024, 6:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সব বিষয়ে সরকারকে প্রশ্ন করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী। বিকেলে সাভারের জাতীয় স্মতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।

জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এসময় আরও বলেন,বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করেন সংসদীয় গণতন্ত্রকে সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য স্পিকার বদ্ধ পরিকর। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেও বলেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী,ডেডপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু,চীপ হুইপ নুরে আলম চৌধুরী লিটন ও হুইপরাও শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান,স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন