ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যাদের হাতে উঠল ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪’

IMG
05 February 2024, 2:32 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব মিউজিকের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪’। রবিবার রাতে (৪ ফেব্রুয়ারি) বসেছিল ৬৬তম এই আসর। সেখানে সম্মানিত করা হলো ২০২৩ সালের সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীতত তারকাদের।

এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেলর সুইফট। বছরের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘মিডনাইটস’-এর জন্য সেরা অ্যালবামের পুরস্কার জয় করেন এই গায়িকা। রেকর্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তার ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা।

বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বিলি এইলিসের ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’ বার্বি সিনেমা থেকে।

সেরা ‘আর অ্যান্ড বি’ গানের বিভাগের পুরস্কার ঘরে তুলেছেন সর্বোচ্চ মনোনয়নপ্রাপ্ত এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর অ্যান্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ।

এ বছর দেশ সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে লেনি উইলসনের (বেল বটম কান্ট্রি)। সেরা আঞ্চলিক অ্যালবাম নির্বাচিত হয়েছে ক্যারল-জি’র ‘মানানা ছেরা বনিতো।’ বছরের সেরা নতুন আর্টিস্ট নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া মনেট।

সেরা ফোক অ্যালবামের পুরস্কার জিতেছেন জনি মিচেল (জনি মিচেল এট নিউপোর্ট)। সেরা র‌্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে কিলার মাইকের ‘মাইকেল।’সেরা রক পারফরম্যান্সের বিজয়ী হয়েছেন বয়জিনিয়াস (নট স্ট্রং এনাফ)।

এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা। ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপার মতো তারকারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন