ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

IMG
05 February 2024, 6:25 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর, বাংলাদেশ গ্লোবাল: নাটোরে হেরোইন বহনের দায়ে মাহফুজ নিসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালতের বিচারক। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এ সময় এই মামলা থেকে ইবনে সিনা নামে একজনকে খালাস দিয়েছে আদালত। সোমবার বিকেলে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মাহফুজ নিসান চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর গ্রামের মোহাম্মদ আলী পান্নার ছেলে।

জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান,২০২২ সালের ১৩ জানুয়ারী সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান চালায় র‌্যাব ৫। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন ব্যাক্তি দ্রুতগতিতে আসতে দেখে মোটরসাইকেল থামানোর সংকেত দেন। সংকেত পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পারানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্য তাদের ধাওয়া করে মাহফুজ নিসান ও ইবনে সিনা নামে দুইজনকে আটক করে। পরে মাহফুজ নিসানের দেহ তল্লাশী করে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় করা হয়। দীর্ঘ দুইবছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে মাহফুজ নিসানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদন্ডের আদেশ দেন। এ সময় অপরাধ প্রমানিত না হওয়ায় ইবনে সিনা নামে একজনকে খালাস দিয়েছে আদালত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন