ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মিয়ানমার পরিস্থিতি নিয়ে যা বলছে মার্কিন দূতাবাস

IMG
06 February 2024, 9:56 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান সংঘাতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় অন্যদের মতো তারাও বেশ উদ্বিগ্ন। সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন এফ ইবেলি বলেন, ‘আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্পষ্টতই আমরা বেশ উদ্বিগ্ন, যেমনটা বিশ্ব উদ্বিগ্ন। আমরাও পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’

তরুণ সাংবাদিকদের ক্ষমতায়ন করতে বাংলাদেশে প্রথমবার আয়োজিত টেক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক নম্বর বিদেশি সরাসরি বিনিয়োগকারী এবং বাংলাদেশ থেকে পণ্য ও পরিষেবা রপ্তানির ক্ষেত্রে এক নম্বর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই এটি ইঙ্গিত দেয় এবং এও ইঙ্গিত দেয় যে আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে অংশীদার হওয়ার চেষ্টা করি।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন