ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ব্র্যাক ব্যাংকের দায়ের করা চেক প্রতারণা মামলায় চট্টগ্রামে ব্যবসায়ীর জেল

IMG
08 February 2024, 7:23 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চেক প্রতারণার অভিযোগে ব্র্যাক ব্যাংক পিএলসির দায়ের করা মামলায় এ কে এন্টারপ্রাইজের মালিককে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১৮ কোটি ৯৬ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়। গত রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ব্যাবসায়ী এ কে এন্টারপ্রাইজের মালিক মো. আমিনুল করিম।

বিষয়টি নিশ্চিত করেন ব্র্যাক ব্যাংক পিএলসির রিজিওনাল লিগ্যাল ম্যানেজার মো. আব্দুল মান্নান খান এবং আইনজীবী মো. রফিকুল কাদের।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ব্র্যাক ব্যাংক পিএলসি এ কে এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে ১৮ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে (সি.আর মামলা নং-০৯/১৫, ডবলমুরিং) মামলা দেয়া হয়। পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন