ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

IMG
18 February 2024, 11:16 AM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় পর্যায়ের আর্থ-সামাজিক বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্।

এতে প্রধান অতিথি তাঁর বক্তেব্যে বলেন, এমআরএ প্রতিষ্ঠিত হয়েছে এমএফআই সমূহের কার্যক্রমকে একটি শৃঙ্খলা এবং একই কাঠামোতে সংযুক্ত করা। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের প্রয়োজন ও গুরুত্ব সম্পর্কে সরকার ও এমআরএ ওয়াকিবহাল। এই সেক্টরে বিশেষভাবে বর্তমানে দেশে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর সনদপ্রাপ্ত প্রায় ৭৩৭টি এমএফআই রয়েছে। পিএমকে বর্তমানে প্রথম ১০টির মধ্যে অবস্থান করছে।

মো. ফসিউল্লাহ্ আরও বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের আর্থিক সেক্টরে এমএফআই’র প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই সেক্টরের ডিজিটালাইজেশনের উপর সরকার গুরুত্বারোপ করছে। দারিদ্রতা হ্রাসকরণে এমএফআই সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মাইক্রোফাইন্যান্স কার্ক্রমের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যত সম্ভাবনা উল্লেখ করে সরকার ও এমআরএ’র গৃহীত বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন তিনি। মো. ফসিউল্লাহ্ বলেন, আর্থিক সেক্টরে বর্তমানে ব্যাংকের পরেই এমএফআই সমূহ অবস্থান করছে। এমএফআই দুর্বল হলে মহাজনী প্রথা আবারও নতুন করে সক্রিয় হয়ে উঠবে, যা আর্থিক সেক্টরের জন্য একটি বড় বাধা হয়ে উঠবে।

কর্মী সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমকে-এর সাধারণ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন পিএমকে‘র মানব সম্পদ ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক রিয়াদ মাহমুদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এমআরএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক বলেন, পিএমকে একটি স্বচ্ছ সম্প্রসারণশীল প্রতিষ্ঠান, পিএমকে’র অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান তার অবস্থান অক্ষুন্ন রাখবে।

পিএমকে’র প্রধান নির্বাহী কামরুন নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল, পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ডাঃ কাজী সুদীপ্তা কবির এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালক (কার্যক্রম) মোঃ তাজুল ইসলাম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন