ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী সোনিয়া গান্ধী

IMG
21 February 2024, 8:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের রাজস্থান থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিজেপির চুনিলাল ঘারাসিয়া এবং মদন রাঠোরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মঙ্গলবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সংসদীয় সচিব মহাবীর প্রসাদ শর্মা জানিয়েছেন, বিপক্ষে কেউ না থাকায় এই তিনজনকে জয়ী ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩ এপ্রিল রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের মনমোহন সিং এবং বিজেপির ভূপেন্দ্র যাদবের। তৃতীয় আসনটি খালি হয় বিজেপি সাংসদ কিরোদি লাল মিনা পদত্যাগ করায়। তিনি বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পরই পদত্যাগ করেন।

রাজ্যসভায় ২০০ আসনের মধ্যে বর্তমানে ১১৫ টি আসন বিজেপির দখলে। কংগ্রেসের কাছে রয়েছে ৭০ টি আসন। অন্যদিকে, রাজস্থানের ১০টি আসনের মধ্যে কংগ্রেসের হাতে রইলো ৬ টি আসন এবং বিজেপির হাতে রইলো ৪ টি আসন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন