ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন পুষ্পিতা

IMG
23 February 2024, 11:17 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী পুষ্পিতা পেলেন ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব এবং স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আয়োজিত 'ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪' অনুষ্ঠানে তাঁকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান দেশবরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আর সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতাকে।

প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধক ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড: মো: জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার।

সঙ্গীত শিল্পী পুষ্পিতা'র "পিরিত ভীষণ জ্বালা'' এবং "বৃষ্টির রেলগাড়ি" গান দুটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন মৌলিক গান, টিভি প্রোগ্রাম এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল: Nuzhat Sabiha Pushpita থেকে খুব শীঘ্রই তাঁর বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন