ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জামিনে কারামুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

IMG
25 February 2024, 11:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তিন মাস ২৩ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান তিনি। তাঁর মুক্তির তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এসময় বিএনপির কেন্দ্রীয় ও পটুয়াখালী থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে গত বছরের ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে বিএসএমএমইউতে চিকিৎসার ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এসব মামলায় জামিনের পর তিনি রোববার রাতে মুক্তি পেলেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আলতাফ হোসেন চৌধুরীকে জামিন আদেশ দেন। জামিনে মুক্তির পর আলতাফ হোসেন চৌধুরী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। সেই আন্দোলনকে বন্ধ করতে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত আছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন