ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে: ওবায়দুল কাদের (ভিডিও)

IMG
26 February 2024, 9:24 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “জাতীয় নির্বাচনে নৌকা ছিল। যারা স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন, দল অ্যালাউ করেছে। এবার উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত।

তিনি বলেন, “আমি বলতে পারি, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আপামর বাঙালি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। উপজেলা নির্বাচনে আরও বেশি মানুষ অংশগ্রহণ করবে।” সোমবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে তাঁর মা বেগম ফজিলাতুন্নেসার পঞ্চম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি উপজেলা নির্বাচনে না এসে গত ২৮ নভেম্বরের মত কোনো কর্মসূচি দিলে এবারও ‘পালাতে হবে’ বলে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ও উপজেলা পরিষদ নির্বাচন ঠেকানোর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “উপজেলা নির্বাচনে না এসে বিএনপি যদি উল্টাপাল্টা কিছু করে, তাহলে ২৮ তারিখ যেভাবে পালিয়ে গেছে, আবারও সেভাবে পালাতে হবে।”

বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে, এই ভুলের জন্যও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর আগে, দুপুরে বসুরহাট পৌর এলাকার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রায় ২০ হাজার নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেন ওবায়দুল কাদের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন