ঢাকা      শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শিরোনাম

অবসর ভেঙ্গে ফেরার প্রসঙ্গে যা বললেন আগুয়েরো

IMG
29 February 2024, 11:53 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলনের বিষয়টি অস্বীকার করেছেন সার্জিও আগুয়েরো। দেশটির সাবেক এই ফরোয়ার্ড ২০২১ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ওই সময় অসুস্থতার কারণে বার্সেলোনা থেকে ৩৩ বছর বয়সে তিনি ফুটবলকে বিদায় জানান।

এ সম্পর্কে আগুয়েরো বলেন, ‘এটা একেবারেই মিথ্যে কথা। আমি কখনই ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলন করিনি। কখনো কখনো কিছু বিষয় উদ্ভাবিত হয়। আবারও বলছি কার্ডিওলোজিস্ট করেছেন আমি ভালো আছি। আমার শরীর ভালো আছে এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম বিভাগের দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে আমার বেশ কিছু পরীক্ষার প্রয়োজন আছে।’

ম্যানচেস্টার সিটির সর্বকারের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো টিনএজ বয়সে ইন্ডিপেন্ডেন্টে ক্যারিয়ার শুরু করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুয়েরো বলেছেন ইন্ডিপেন্ডেন্টের কোচ কার্লোস তেভেজ যদি তাকে দলে ডাকে তবে তিনি কার্ডিওলোজিস্টের সঙ্গে পরামর্শ করবেন।

এই মন্তব্যের বিপরীতে তেভেজ বলেছেন তার দল যেকোন সময়ই আগুয়েরোকে স্বাগত জানাতে প্রস্তুত। ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক সতীর্থ আগুয়েরো সম্পর্কে এ সময় তেভেজ বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে দলে নিতে কে না চাইবে। প্রথমে সতীর্থ হিসেবে, আর এখন কোচ হিসেবে আমি তাকে অবশ্যই দলে চাই। সেটা ১০ কিংবা ১৫ মিনিটের জন্য হলেও।’


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন