ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নরেন্দ্র মোদির সাথে দেখা করলেন মমতা ব্যানার্জি

IMG
02 March 2024, 8:18 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করে বেরিয়ে মমতা বলেন, "এটা একটা সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসলে প্রোটোকল মেনে দেখা করতে হয়। সেই দেখাই করতে এসেছিলাম। রাজ্যের কথা বললাম, গল্প করলাম।" তবে রাজ্যের বকেয়া নিয়ে যে তিনি নরেন্দ্র মোদিকে বলেছেন সে কথাও জানিয়েছেন মমতা ব্যানার্জি।

এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে যান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। প্রায় এক ঘন্টা রাজভবনে ছিলেন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ তিনি রাজভবন থেকে বেরিয়ে যান।

শুক্রবার আরামবাগ থেকে আকাশপথে কলকাতায় এসে রাজভবনে যান নরেন্দ্র মোদি। সেখানেই রাত্রিযাপন করেন তিনি। আজ শনিবার কৃষ্ণনগরে সভা রয়েছে বিজেপি নেতার। আরামবাগের সভা থেকে রাজ্য সরকার ও মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে সন্দেশখালি ও রাজ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন