ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন (ভিডিও)

IMG
06 March 2024, 1:15 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারে প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

এলাকাবাসী জানায়,বেশ কিছু দিন আগে চলন্তিকা হাউজিং এলাকায় কয়েকজন অবৈধ গ্যাস সংযোগকারী বিভিন্ন বাড়িওয়ালাদের কাজ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুল সংযোগ থেকে নি¤œ মানের পাইপ দিয়ে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দেন। যার ফলে তিতাসের বৈধ গ্রাহকরা লাইনে গ্যাস পাচ্ছিলেন না। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোঃ খাদেম উদ্দিনের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। এসময় কয়েক’শ নি¤œ মানের পাইপ ও রাইজার খুলে নেওয়া হয়। গ্যাস সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় চল্লিশ সদস্যর একটি শ্রমিকদল অংশ গ্রহণ করেন। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিলো রাতে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

অভিযানে এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন